জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। জীবনানন্দ দাশ প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ রচনা ও প্রকাশ করেছেন। তবে ১৯৫৪ খ্রিষ্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি ২১টি উপন্যাস এবং ১২৬টি ছোটগল্প রচনা করেছিলেন যার একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। চরম দারিদ্র্যের মধ্যে তিনি দিনাতিপাত করেছেন। বিংশ শতাব্দীর শেষার্ধকালে অনপনেয়ভাবে বাংলা কবিতায় তার প্রভাব মুদ্রিত হয়েছে।
জীবনানন্দ দাশ

মোর আঁখিজল

বার পড়া হয়েছে
শেয়ার :

মোর আঁখিজল
কাহাদের লাগি আজি উচ্ছ্বসিয়া উঠিতেছে আকুল, চঞ্চল!
জীবনে পায় নি। যারা স্নেহ, প্ৰেম, ক্ষমা,
যাহাদের মঙ্গলেতে উষাহীন অমা
জাগিতেছে দুশ্চর দুস্তর,
যাহাদের মৌন চোখ–অশ্রু সকান্তর
তুচ্ছতম আলোর সন্ধানে
–আঁধারের আবর্তের তলে
প্রেতিসম যাহাদের প্রাণ ভেসে চলে
শ্মশানের শেষে!
কোন্‌ ক্রূর পিশাচের অবিজ্ঞেয় অঙ্গুলিনির্দেশে
যাহারা ঝরিয়া পড়ে পতঙ্গের প্রায়—
লক্ষ কোটি অন্যায়ের অনলশিখায়!
যাহাদের দ্বারে
প্ৰেয়সী আসে না কভু স্মিতহাস্যে মাল্যের সম্ভারে;
প্রেমের সন্ধানে
যাহারা ছুটিয়া গেছে প্ৰেতপুরে, নরকের পানে
—মেটে নাই তৃষা,
সম্বৃত কামনার কারাগারে বারবার হারায়েছে দিশা
পৃথিবীর নিঃসহায় শৃঙ্খলিত প্ৰাণ,
লক্ষ লক্ষ আর্ত ম্লান পিষ্ট ভগবান,
আজ মোর বুকে কেঁদে ওঠে!
—নিখিলের ব্যথা আজ অশ্রু হয়ে মোর চোখে ফোটে!

ট্যাগসমূহ

magnifiercrossmenu