মনিকা মারইয়াম

মৃত্যুর আওয়াজ আসে – মনিকা মারইয়াম

বার পড়া হয়েছে
শেয়ার :

দুঃখের উপাখ্যান ভেঙে প্রবল গর্জনে কাঁপছে রাজপথ
নিরীহ মানুষের শরীর বেয়ে নামছে স্বৈরতন্ত্রের অতল অগ্নি
আজ শোকার্ত জুলাই রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে আছে গণহত্যার ময়দানে।

বুকের গভীরে গনগনে হাহাকার
ক্ষুধার্ত চোখে রক্তের রুদ্ধ আস্ফালন 
অভিশপ্ত সময়ের চরাচর ভেঙে— 
উড়ে যেতে পারছি না নিষিদ্ধ অন্ধকার থেকে।
এখানে ধোঁয়াটে কুয়াশায় জর্জরিত কান্না
এখানে বেনামী অস্ত্রের সীমালঙ্ঘিত উল্লাস
এখানে অঙ্কিত হয়েছে মৃত্যুর নীলনকশা! 

ঘুমহীন রাত; ঘুমহীন দিন
রোদ বৃষ্টি ঝড় তুফান মাথায় নিয়ে—
সহস্র কোটি মানুষ এসে দাঁড়িয়েছে মিছিলে
আজ রাজপথে জ্বলছে মুক্তির মশাল!

ভীষণ উত্তাল জনসমুদ্র! ভীষণ উত্তাল শহর–নগর–গ্রাম
ঝলসে যাওয়া দীর্ঘ মিছিলে শোকের বিগলিত অশ্রু
আততায়ী ডাকাতের গুলিতে ভারী হচ্ছে লাশের কফিন
আর বিধ্বস্ত মানচিত্রের পাঁজর জুড়ে তাজা রক্তের ঢেউ।

ঋণগ্রস্ত জীবনে আমাদের কোন স্বস্তি নেই
কেবল মৃত ঈগলের চোখে চোখ রেখে—
নির্বাক তাকিয়ে আছি প্রত্নপাথরের মতো
আর অস্থির পুঁজিবাদী ঈশ্বরকে পিছনে ফেলে
পথে দাঁড়িয়েছি বুকের ভিতর রক্তাক্ত ক্ষত নিয়ে।

অতঃপর নিলামে ওঠা বিবস্ত্র গণতান্ত্রিক রাষ্ট্রে
আমরা বারবার মরে যাই অবৈধ বুলেটের আঘাতে
উত্তরাধিকার সূত্রে মরে যায়— কমরেড আবু সাঈদ
মরে যায় মীর মুগ্ধ, কিশোরী নায়মা
কিংবা কাদামাটির জলে খেলতে থাকা সদ্য প্রস্ফুটিত শিশুদল!

আটপৌরে সন্ধ্যা ঘুমিয়ে যায় কুয়াশাচ্ছন্ন নীল রাতের গভীরে
নৃশংস মৃত্যুর দাবানলে জেগে থাকে বেদনার্ত অসহায় চোখ
মৃত্যুর আওয়াজ আসে, মৃত্যুর আওয়াজ আসে 
কেবল মৃত্যুর আওয়াজ আসে ওই গম্বুজ থেকে।

ট্যাগসমূহ

magnifiercrossmenu