নির্লজ্জ লাস্যময়ী স্বৈরাচারের গুলির সামনে
অসংখ্য ছাত্র জনতা দাঁড়িয়ে গেছে–
শাহবাগ, নটোরডাম, ঢাকা কলেজ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম
দেশের সমস্ত দখলে নিয়েছে আন্দোলনের মেনুফেস্টু,
ক্রমাগত দীর্ঘ হচ্ছে মিছিল– হলে হলে ক্যাম্পাসে ক্যাম্পাসে
গলির মোড়ে বজ্রাঘাতের মতো চারদিক প্রকম্পিত হচ্ছে রাষ্ট্র সংস্কার।
হ্যাঁ এখনই রাষ্ট্রসংস্কার জরুরি
জগদ্দল পাথরের মতো রাষ্ট্রের বুকে চেপে আসা গ্রেন্ডেল এখনই প্রতিরোধ দরকার,
দুঃশাসন, লুটপাট দুর্নীতির অভয়ারণ্য উজাড় এখনই দরকার,
জনগণের রায় কিংবা মতামতের বাইরে ভোটবিহীন নির্বাচনের ফাঁকামঞ্চ ভাঙা এখনই দরকার।
এখন এখানে এইসব রণাঙ্গনে দেশের সবখানে
মুখোমুখি সংঘর্ষ
‘চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’!
সুনির্দিষ্ট প্রতিপক্ষ
হেলমেটহিত গুন্ডা বাহিনী,
পোশাকি অস্ত্রধারী কেউই আর পেরে উঠছে না,
দখল করা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খালি হতে শুরু করেছে–
দেশ আজ সুবিশাল বিপ্লবে আক্রান্ত,
বুক চিতিয়ে মৃত্যুকে পরাস্ত করা বীরেরা যেভাবে বেড়িয়ে আসছে–
স্বৈরাচার তুমি আর সিংহাসনে থাকবে কী করে?
১৭ জুলাই ,২০২৪ ইং