তোমরা রাখালিয়া বাঁশির কাছে জানতে চেও না
সে কেনো এতোটা ক্রন্দন সুর তুলেছে…
তোমরা ময়না পাখির কাছে জানতে চেও না
সে কেনো ভীষণ বিরহের গান গাইছে…
তোমরা নদীর ঢেউয়ের কাছে জানতে চেও না
সে কেনো এমন এলোমেলো হয়ে পড়ছে…
তোমরা বহমান বাতাসের কাছে জানতে চেও না
সে কেনো এভাবে বারংবার থমকে যাচ্ছে…
তোমরা লাল গোলাপের কাছে জানতে চেও না
সে কেনো গন্ধ হারিয়ে তীব্র মূর্ছা যাচ্ছে…
তোমরা রঙধনুর কাছে জানতে চেও না
সে কেনো অনেক বেদনায় রঙ পাল্টাচ্ছে…
আসমানের দূত এসে বললো–
ও…হে… তোমরা ক্রন্দন করো না
তোমরা বিরহ করো না
তোমরা এলোমেলো হয়ো না
তোমরা থমকে যেও না
তোমরা মূর্ছা যেও না
তোমরা রঙ পাল্টিও না
আমরা বীর সাঈদ-মুগ্ধ-ইয়ামিন-ইমাম শহীদদের
চির শান্তিময় অমৃত জান্নাতের ফুলবাগানে নিয়ে যাচ্ছি…..