আশিক আকবর

দায়িত্ব – আশিক আকবর

বার পড়া হয়েছে
শেয়ার :

গুলি খেতে খেতে উঠে দাঁড়ানো আবু সাইদ,
যেন না ভুলি।
পানি দিতে দিতে পাখি হয়ে যাওয়া মুগ্ধ,
যেন না ভুলি।
হেলিকপ্টারের বৃষ্টির মতো গুলি বর্ষণ,
থামলো না ছাত্র জনতা, এটা যেন মনে রাখি।
ভ্যানের মধ্যে লাশ, গোপন গণ কবর, লাশ গুম,
এটা যেন মনে রাখি।

আমরা তো বড়ো বিস্মৃতি প্রবণ,
বাঘের পিঠে চড়ে এই ভূমিতে আসাটাও আমরা ভুলে গেছি।

পাঁচ হাজার বৎসর সংগ্রামে এই রক্তমাখা রাষ্ট্র অর্জন,
তাও তো নিকট যুদ্ধের ঢামাঢোলে ভুলতে বসেছি।
আমাদের মনে রাখতে হবে। মনে রাখতে হবে।
আমাদের দক্ষিণে শুধু পানির রাজত্ব, দেশ নেই।
এখানে দ্বীপ জাগিয়ে দেশ বানানোর দায়িত্ব,
পৃথিবীর সকল উদ্বাস্তুদের সব পেয়েছির দেশ দেওয়ার দায়িত্ব,
এবং এবং এখানের মানুষকে সর্বসুখ দেবার দায়িত্ব, আমাদের।

রচনাকালঃ ২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি.

ট্যাগসমূহ

magnifiercrossmenu