মোহাম্মদ জসিম
জন্ম ৩ এপ্রিল ১৯৮৭ খ্রিস্টাব্দে বরিশালের বাকেরগঞ্জে। তিনি মূলত কবি এবং গল্পকার। উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ: অসম্পাদিত মানুষের মিথ (কাব্যগ্রন্থ), তামাশামণ্ডপ (অণুগল্প), অশ্বক্ষুর ও অন্যান্য টগবগ (কাব্যগ্রন্থ)।
মোহাম্মদ জসিম

তিনপাতা অরণ্য

বার পড়া হয়েছে
শেয়ার :

মোহাম্মদ জসিমের দুটি কবিতা ‘তিনপাতা অরণ্য’ ও ‘মাধুকর’


তিনপাতা অরণ্য


গাছেদের গণিকা গমনের গল্পে তিনপাতা অরণ্য লিখেছি; শুনছো…?
অথচ—বাজপাখির ঠোঁট যথেষ্ঠ ধারালো, তাদেরও রয়েছে নিজস্ব আইন-কানুন।
কচুরিপানার মতো ভেসে যাওয়া হতাশা থেকে যতগুলো রাজহাঁস জন্ম নেবে—তারা সব আমাদের আত্মীয় হয়!
প্রসঙ্গক্রমে—ঘুড়ি ওড়াতে গিয়ে গুম হয়ে গেছে ছায়াচিহ্ন; ঘুড়ির রঙ দেখে আবিষ্কার করো পুরনো খবরাখবর।
উপসংহারে—বিরহ লিখুক আহত সর্বনাম, যে তার একটা চোখ কোনো দিনই খুঁজে পাবে না।


মাধুকর


গত একবছর আধো আধো ঘুমে চমকাতে দেখেছি শীত বিকেলের নির্জন রমণীকে। ক্রমাগত কাছছাড়া হতে হতে সাড়ে সাত ক্রোশ দূরে এসে, সে এখন তুমুল কাল্পনিক।
বাড়ি বাড়ি ঘুরছে মাজাভাঙা সাঁকো;—দুঃখ মুছে দাও, আমাকে আমার সাথে জুড়ে দাও, আমাকে নিরাময় দাও, মোহমুক্তি দাও…
কোথাও না কোথাও কেউ একজন লুকিয়ে রেখেছে সমস্ত চিৎকার। মাধুকর জানে, মদিরায় সুখ নেই—যতটা শান্তি আছে ভিক্ষার চালে। সব সব কল্পনা তর্জমা করতে নেই…
হিমপ্লাবনে;—রমণসঙ্গী হে সাদা সারস—শীত আসছে—অথচ হাতছাড়া হয়ে যাচ্ছে যত পথঘাট।


 

ট্যাগসমূহ

magnifiercrossmenu