থমকে গেছে নদীর ঋতুস্রাব
উত্তরাধুনিক থার্মোমিটারের সম্ভাবনা
এখনও আমাদের হাতে আসেনি
অপ্রতিরোধ্য জ্বর
উষ্ণ প্রস্রবণে ভিজে যাচ্ছে মানচিত্র
ভাসতে ভাসতে কেটে গেছে বহুযুগ
ডাঙায় উঠে দেখলাম
সময় প্রসব করেছে একটি মৃত স্বপ্ন
যা আমরা বহুকাল আগে
ছুঁড়ে দিয়েছি মহাকাল গর্ভে
অর্থহীন পোশাক
সময় এখন বিনাসুতোর নতুন সংস্করণ
উন্নত ক্যানিবালিজম
ডিনার টেবিলে অপেক্ষা করছে
কষা নরমাংস আর ধর্মের রুটি