মাসুদ মুস্তাফিজ

কোটা সংস্কারের দিনলিপি – মাসুদ মুস্তাফিজ

বার পড়া হয়েছে
শেয়ার :

গভীররাতের ঘুম মারিয়ে আবার যখন চলে যাবো
দশদিক ভেঙে জেনে নিও তারুণ্যের আগুন কয়লার দুহাত
অনন্ত হৃদয়ে আপাতত দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই নেই
নেই স্বাধীনতার আলো রক্তের পরিচয় জানি না আর কিছু
মরিয়া হয়ে আকাশে পাখির দেহে আমাদের মন ও স্বপ্ন ধর্ষিত হচ্ছে
কখন কোথায় মেধাবি ছাত্রের লাশের কফিন মর্টার-মেশিনগানের মিথ্যেশক্তি
হেঁটে যায় রণসংগীতের তালে তুমুল মুত্যুর মিছিলে
আজ বায়ান্ন-একাত্তুর পেরিয়ে ধর্মবাদ-মুক্তিযুদ্ধ এবং সাম্প্রদায়িকতার নাম
মুছে ফেলে কপালে এঁকেছি রাজাকারের অভিশাপ

আর কতোটা রক্ত হলে এই বাংলার মাটি উর্বর হবে-
ফুটে উঠবে মানবতার ছায়া আর ছাত্রের অধিকারের সুরভিত ফুল
জেনে রেখো-ছাইপাস দিয়ে ঢেকে রাখা যাবে না অধিকার
আর যা কিছু ফেলে এসেছি তোমার অতীত অলিন্দে
ক্ল্যাভিকল ঘেঁষে ওইসব আদ্যিকালের স্বৈরাচারী সায়েন্স
ছুঁড়ে ফেলে হাতে তুলে নাও ভবিষ্যত
প্রিয় ছাত্রের আগামির সোনালি স্বপ্নময় পালক!

আবার যখন চলে যাবো, দশদিক জড়ো করে জানিয়ে যাবো
এই রক্তের দাগ কখনো ভুলে যাবো না
এই রক্তের দাগ কখনো মুছে যাবে না
বাকি যা কিছু ফেলে এসেছি ঘরে-
হয়তো মেহগনি শব্দ করে দেহজবিশ্ব
আজ তুলে ধরো না জাতি-এসেছি দুহাত ভরে!

এ কোন স্যাটেয়ারে সন্ধ্যা নামে!
যা কিছু রেখে এসেছি শিক্ষাঙ্গণে আবার তুলে নেবো দু’হাতে
অধিকারের দাবি নিয়ে আসবো নরোম রুটির মতোন আগুন খেয়ে
আমার জন্মের সকল পাপ আছে ভেবে নিয়ে
আমিও পুড়ে ছাই হবো এই রক্তাক্ত বাংলায়!

ট্যাগসমূহ

magnifiercrossmenu