শকুনের বুলেটে শহরতলীর রাস্তাগুলি সব লাল হয়ে গেছে কৃষ্ণচূড়ার লালের মতো।
শিমুল ফুলের মতোজবা ও গোলাপের মতোদেয়াল জুড়ে রক্তের লাল দাগ।
এই শহরের সব রঙ মৃতফাগুনের লাল রঙটাই কেবল জীবিত।