ইমদাদ সুমন
পরিচিতিঃ জন্ম ১ আগস্ট ২০০৪, ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। পড়াশোনার পাশাপাশি অবসরে লেখালেখি করেই সময় কাটান।
ইমদাদ সুমন

এই শহরের সব রঙ মৃত – ইমদাদ সুমন

বার পড়া হয়েছে
শেয়ার :

শকুনের বুলেটে 
শহরতলীর রাস্তাগুলি সব লাল হয়ে গেছে 
কৃষ্ণচূড়ার লালের মতো।

শিমুল ফুলের মতো
জবা ও গোলাপের মতো
দেয়াল জুড়ে রক্তের লাল দাগ।

এই শহরের সব রঙ মৃত
ফাগুনের লাল রঙটাই কেবল জীবিত।

ট্যাগসমূহ

magnifiercrossmenu