যুদ্ধক্ষেত্রে আপন ছায়া দেখেও ভয় পায় সৈনিক
অথচ সশস্ত্র শত্রুর সামনে শিরদাঁড়া টানটান করে দাঁড়াও তুমি
রুখে দাও ওদের ইবলিশি-অপশক্তিকে
‘শত্রুর বুলেটের সামনেও মাথা নোয়াবার নয়’ —
সমগ্র জাতির নিকট চিরশক্তির বার্তা যেন…
ওরা ভয় পায় তোমাকে
ওরা ভয় পায় তোমার মাথা উঁচু দেখে
ওরা ভয় পায় তোমার শক্তি ও সাহসকে
শত্রুর বুলেট ঘায়েল করে কী করে তোমায়!
তুমি বেঁচে আছো…
বেঁচে রবে প্রতিটা আন্দলনে অসীম সাহসিকতার প্রতীক হয়ে
বেঁচে রবে প্রতিটি ছাত্রের হৃদয়ে
বেঁচে রবে রাজপথে যারা ঝরে পড়েছিলো ওদের রক্তের সাথে এক রঙে রঙিন হয়ে…
তোমার সাহস, তোমার দৃঢ়তা পৌঁছে গেছে— প্রতিটি ছাত্রের সমস্ত রক্তবিন্দুতে…