সাদী মোহাম্মদ

আপনি ইকুয়াল এক মৃত কবির পুনর্লিখিত ইতিহাস – সাদী মোহাম্মদ

বার পড়া হয়েছে
শেয়ার :

চারদিকে অসংখ্য সূর্য উড়ে যাচ্ছে
বিদ্যুতের ক্ষিপ্র গতি
তীব্র গতি
স্ট্রেইট ফরোয়ার্ড
পার্ফেক্ট লেনথ লাইন

ক্ষমতা এক আজিব প্রাণ
গড়পড়তা হারামি!
শ্রেষ্ঠত্বের লোভে
শরীর ফুড়ে বেরোনো বারুদের তেজে
ঘুরিয়ে দিচ্ছে তাবৎ পৃথিবী
চালাচ্ছেন সে!
তীব্র
ক্ষিপ্র
স্ট্রেইট
যাচ্ছেতাই…

নব্বইয়ের সেই মৃত কবি এবং আপনি ইকুয়াল স্বৈরাচার
গাণিতিক হিসেব, রক্তে লেখা ইতিহাস সে কথাই বলবে

ট্যাগসমূহ

magnifiercrossmenu