অতি চেতনাধারীদের জন্যে
বাঙলার জমিনে নয় ওই মহাশূন্যে
একটি নতুন রাষ্ট্র দাও গড়ে দাও
চেতনা নিয়ে-ই ওরা সেখানে থাকুক
আমি চাই না চাই না আর রাজপথে
আমার সন্তানের রক্ত ঝরুক।
আবু সাঈদ ফারহান রাফি মুগ্ধ আদনান
নিমিষেই ঝরে গেল কত তাজা প্রাণ
চোখ মেলে দেখো শহিদের দীর্ঘ সারি
দেখো আমার সন্তানের বিদীর্ণ বুক
এক সাগর রক্তেও মিটিবে না সাধ
কান পেতে শুনবে না পিতার আর্তনাদ
ওরা তো জন্মান্ধ ওরা জন্মবধির
ওদের অতি চেতনায় পচন ধরুক