আশরাফ চঞ্চল

অক্ষম জাতির করুণ এক গল্প – আশরাফ চঞ্চল

বার পড়া হয়েছে
শেয়ার :

আমি এভাবে অক্ষম হয়ে চুপচাপ বসে থাকব
সেটা ভেবে নিজের কাছে  নিজেই লজ্জা পাচ্ছি
অথচ আমার সম্মুখে রক্তের বন্যা বয়ে যাচ্ছে
আমি আর্তনাদ শুনতে পাচ্ছি
নিরাপত্তা বাহিনীর নৃশংসতা দেখতে পাচ্ছি
বারুদের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসতে চাইছে!
আমি দেখতে পাচ্ছি বয়স পার হয়ে যাওয়া একটা উটকো ডাইনি এসে
মেধাবী ছাত্রদের ধরে ধরে বুকের তাজা রক্ত খাচ্ছে
সোনার বাংলাকে তামা বানিয়ে দিচ্ছে
এতসবের পরেও আমি নীরব
নিশ্চুপ
কারণ, আমি কিছু বললেই স্বার্থে ব্যাঘাত ঘটবে
চাকরি চলে যাবে
নিরাপত্তা বাহিনী এসে হেফাজতে নিয়ে যাবে
রিমান্ডে নিয়ে পাছা দিয়ে গরম ডিম ঢুকাবে কিংবা
নিরপরাধ আবু সাঈদের মত বুকে গুলি চালিয়ে আমাকে ঝাঝরা করে দেবে!
গ্রামের মুর্খ লোকেরা বাজে উপমা আর নানা কুৎসা রটিয়ে
মুহূর্তে চা’য়ের দোকান গরম করে ফেলবে আমার মা-বাবা
ভাইবোন
স্ত্রী
ছেলে-মেয়ে লজ্জায় মুখ দেখাতে পারবে না!
আমি যে সত্য বলার কারণে
নরখাদককে ডাইনি বলার কারণে
মিথ্যুককে মিথ্যাবাদী বলে গালি দেওয়ার কারণে
পরিস্থিতির শিকার হয়েছি সেটা কেউ জানবে না!
যে দেশে ন্যায্য অধিকার চাইতে গিয়ে ছাত্ররা লাশ হয়
একটি পরিবার ছাড়া গোটা জাতিই রাজাকার হয়ে যায়
সে রকম নির্লজ্জ দেশের নাগরিকদের চুপ হয়ে থাকা ছাড়া আর কীইবা করার আছে, বলুন?!

(এখানে কোনো কবির কথা বলছি না। সাধারণ নাগরিকদের কথা বলছি। এরকম পরিস্থিতিতে যে কবি চুপ করে থাকে সে আদতে মানুষ  কিনা সে বিষয়ে আমি খুউব সন্দিহান! কারন চুপ করে থাকার জন্য কবির জন্ম হয়নি। যে চুপ করে আছে সে অবশ্যই খোঁজা নয়ত কাপুরষ!)

১৬ জুলাই/২০২৪

ট্যাগসমূহ

magnifiercrossmenu